অনলাইন ডেস্ক :
‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালখ্যাত অভিনেত্রী মৌনি রায়। বিয়ের পরিকল্পনা করছেন তিনি। মৌনির কাজিন বিদ্যুৎ রায় সরকার ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে বিয়ে করতে চলেছেন মৌনি। পাত্র দীর্ঘদিনের প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। প্রথমে শোনা গিয়েছিল, ইতালি বা দুবাইয়ে বিয়ের অনুষ্ঠান হবে। তবে কোচবিহারেও একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে চান মৌনি। এখানেই ছোটবেলা কাটিয়েছেন এই অভিনেত্রী। বেঙ্গালুরুর জেইন পরিবারের ছেলে সুরজ। দুবাইয়ে ব্যবসা করেন। অন্যদিকে মৌনির বাবা কোচবিহার পৌরসভার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা। টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গলি’ গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটিতে আরো অভিনয় করছেনÑ রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা প্রমুখ। এটি প্রযোজনা করছেন করন জোহর।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত