January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 1st, 2021, 7:45 pm

জোকোভিচকে ‘ব্ল্যাকমেইল’ করা হচ্ছে?

অনলাইন ডেস্ক :

করোনাকালে টিকা নেওয়ার বাধ্যবাধকতা এখন সবখানে। অস্ট্রেলিয়ান ওপেনেই যেমন, টিকা দেওয়া না থাকলে খেলতে দেওয়া হবে না কাউকে। কিন্তু আয়োজকদের এমন বাধ্যবাধকতার বিষয়টিকে ব্ল্যাকমেইল হিসেবে দাবি করেছেন নোভাক জোকোভিচের বাবা! জোকোভিচের বাবা ¯্রদিয়ান সার্বিয়ান টেলিভিশনে বলেছেন, ‘সে অবশ্যই সেখানে খেলতে চায়। কিন্তু আমার মনে হয় না বিষয়টা সম্ভব হবে। অন্তত এমন ব্ল্যাকমেইল করার মতো পরিস্থিতিতে হয়তো হবে না।’ অবশ্য জোকোভিচের বাবার দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অয়োজকরা। অস্ট্রেলিয়ান ওপেনের এক সিনিয়র কর্মকর্তা বুধবার বলেছেন, জোকোভিচকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করা হচ্ছে না। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের এভাবে জোর করার কারণ হচ্ছে তাদের নিরাপত্তা। অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া রাজ্যে। সেখানকার ক্রীড়া মন্ত্রী মার্টিন পাকুলা বলেছেন, তারা খুব করে চাইছেন জোকোভিচ এখানে অংশ নিক। পাশাপাশি নিজের শিরোপাও ডিফেন্ড করুক। যেহেতু আর একটি গ্র্যান্ড স্লাম জিতলে পুরুষ একককে সর্বোচ্ ২১টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন। কিন্তু স্থানীয় কমিনিউটির প্রতি দায়িত্ববোধের কথাটিও স্মরণ করিয়ে দিতে চাইলেন ওই মন্ত্রী, ‘আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় এবং যে কোনও ধরনের সফরকারী ক্রীড়াব্যক্তি হলে এটা আসলে তার দায়িত্ববোধের মধ্যে পড়ে। যেহেতু একটি কমিউনিটি তাকে আমন্ত্রণ জানাবে। সেকারণেই ভিক্টোরিয়ান রাজ্যের সবাই যেভাবে নিয়ম মেনে চলছে, তাদেরও সেগুলো অনুসরণ করা উচিত।’