January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 30th, 2021, 7:21 pm

জয় দিয়ে বছর শেষ করল পেপ গুয়ার্দিওলার দল

অনলাইন ডেস্ক :

শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করে গেল নবাগত ব্রেন্টফোর্ড কিন্তু ভাঙতে পারল না ম্যানচেস্টার সিটির জমাটরক্ষণ। তাদের প্রবল চাপ সামাল দিয়ে জয় দিয়েই বছর শেষ করল পেপ গুয়ার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতের ম্যাচে ১-০ গোলে জিতেছে সিটি। লিগে এটি তাদের টানা দশম জয়। ম্যাচের ষোড়শ মিনিটে গত আসরের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ফিল ফোডেন। কেভিন ডে ব্রুইনের পাস থেকে জাল খুঁজে নেন তিনি। ৮৭তম মিনিটে এমিরেক লাপোর্তে জাল বল পাঠান। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল পায়নি সিটি। দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনের একটি চেষ্টা ফিরে পোস্টে লেগে। এর বাইরে গোলের খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি সিটি। শুরুতেই পিছিয়ে পড়ার পর গোলের জন্য মরিয়া ছিল ব্রেন্টফোর্ড। দারুণ লড়াই করলেও হার এড়াতে পারেনি দলটি। দিনের অন্য ম্যাচে ব্রাইটন এ- হোভ অ্যালবিয়নের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। ২৮তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে ড্যানি ওয়েলব্যাকের গোলে সমতায় ম্যাচ শেষ করে ব্রাইটন। চেলসির এই ড্রয়ে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে বছর শেষ করল সিটি। তাদের সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে চেলসি। আগের দিন লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হারা লিভারপুল ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আছে তিনে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট চারে আছে আর্সেনাল। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সাতে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।