January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 3rd, 2021, 8:07 pm

ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে শফিক নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। রোববার (৩রা অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঝিনাইদহ জেলার পিপি ইসমাইল হোসেন জানান, বিস্ফোরণের একটা বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি মালখানার ঘরটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর ওরা এসে তিন জনকে উদ্ধার করে সদর হাসপাতলে পাঠায়। এদের মধ্যে একজন মারা গেছেন। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে মালখানায় সংস্কারের কাজ চলছে। মিস্ত্রিরা কাজ করছিল। মিস্ত্রিদের কোনো ধরনের পরিস্কার-পরিচ্ছন্ন মেশিনের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের নাম শফিক বলে জানা গেছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।