January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 7:35 pm

টাইগারের জন্য স্বপ্ন পূরণ হয়েছে: দিশা

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফ। বিভিন্ন সময় তাদের একসঙ্গে ঘুরতে যাওয়া, আড্ডা, পার্টিতে অংশ নেওয়ার ছবিও ভাইরাল হয়েছে। তবে শুরু থেকেই নিজেদের সম্পর্ক অন্যান্যের মতো শ্রেফ বন্ধু বলেই চালিয়ে যাচ্ছেন এই প্রেমিকযুগল। তবে এবার প্রেমিক সম্পর্কে স্তুতিগান গেয়ে নিজেদের সম্পর্ককে আরও জোরালো করলেন দিশা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে দিশাকে প্রশ্ন করা হয়, তারা একে অপরের দ্বারা অনুপ্রাণিত হন কি-না? উত্তরে দিশা বলেন, ‘আমার ক্যারিয়ারে টাইগারের অবদান বলে শেষ করা যাবে না। আমার প্রতিটি কাজে দারুণ সহযোগিতা করে টাইগার। একসময় মার্শাল আর্ট শেখার ইচ্ছে থাকলেও সেটা হয়ে ওঠেনি। কিন্তু পরবর্তীতে টাইগারের কারণেই স্বপ্ন পূরণ হয়েছে। এমনকি শৃঙ্খল জীবনযাপন করাও তার থেকে শিখেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে ভাবনাগুলো এক হয়ে যায়। বলতে পারেন, আমাদের মস্তিষ্ক তখন বাচ্চাদের মতো কাজ করে এবং ছোট ছোট জিনিসগুলোর মাঝে আনন্দ খুঁজে পাই।’ এদিকে আসছে ২৯ জুলাই মুক্তি পাবে দিশার ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমাটি। এতে জন আব্রাহাম, অর্জুন কাপুর ও তারা সুতারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দিশা। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।