January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 20th, 2021, 8:22 pm

টাইফুনের আঘাতে ফিলিপাইনে মৃত বেড়ে ২০৮

অনলাইন ডেস্ক :

ফিলিপাইনে আঘাত হানা এই বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। দেশটির পুলিশের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিপাইনের পুলিশ বিভাগ জানায়, এখন পর্যন্ত অন্তত ২০৮ জনের মৃত্যু হয়েছে এবং ৫২ জন নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন রাই। এতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, প্লাবিত হয়েছে বহু গ্রাম। আক্রান্ত এলাকা থেকে তিন লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি ভিত্তিতে খাবার ও পানি সরবরাহের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। শক্তিশালী টাইফুনের কারণে ফিলিপাইনে বেশ কয়েকটি বন্দর অচল হয়ে পড়ে, বাতিল হয় শতাধিক ফ্লাইট। বিভিন্ন অঞ্চলে গণটিকাদান কর্মসূচিও স্থগিত রাখতে কর্তৃপক্ষ বাধ্য হয়। প্রায়ই শক্তিশালী ঝড় হয় ফিলিপাইনে। বছরে গড়ে ২০টি ঝড় আঘাত হানে দেশটিতে। গত বছরের নভেম্বরে সুপার টাইফুন ‘গনি’তে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি দেখেছিল ফিলিপাইন। ২০১৩ সালে টাইফুন ‘হাইয়ানে’ নিহত হয়েছিল ছয় হাজারেরও বেশি মানুষ।