টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার ভোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন-উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান আলী (৬৫) ও হামিদপুর সাহাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা (৬২)।
আহত অটোরিকশা চালক রতন (২৩), মারুফ (২০) ও তাহিরা (৪) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, মঙ্গলবার ভোররাতে উপজেলার নজুনবাগ এলাকায় অটোরিকশাটি পেছন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান আলী ও নেপাল চন্দ্র নিহত হন। হতাহতরা ঘাটাইল সদর ইউনিয়নের আন্দিপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষ অটোরিকশাযোগে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকান হন।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে: ফখরুল
ঘুরে আসুন সুযোগ পেলেই বিশ্বের অন্যতম সুন্দর ৭ স্থানে
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি