অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ইন্ডাস্ট্রিতে তাঁর প্রায় ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি ‘গানের রিয়েলিটি শো’ এর বিচারক হয়েছেন। ভালো বিচারকের পাশাপাশি রিয়েলিটি শোতে নিজের কান্নাকাটির জন্য প্রায়ই সমালোচনার সম্মুখীন হন নেহা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যঙ্গ-বিদ্রƒপের শিকার হন। তবে যারা তাকে নিয়ে ব্যঙ্গ করে তাদের প্রতি তাঁর কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন সুরেলা কণ্ঠের এই গায়িকা। সম্প্রতি মিউজিক রিয়েলিটি শো ‘সুপারস্টার গায়ক ২’ এ হাজির হন নেহা। সেখানে মানি নামের একজন প্রতিযোগীর কন্ঠে নিজের ‘মাহি ভে’ গানটি শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। যদিও এটিই প্রথম নয়। এর আগেও অনেকবার তিনি ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন। প্রচন্ড আবেগী এই অভিনেত্রীকে প্রায়ই কান্না করতে দেখা যায় টিভি পর্দায়। ‘ই-টাইমস’ এর সাথে একটি সাক্ষাৎকারে তাকে নিয়ে মানুষের ব্যঙ্গ করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নেহা বলেন, ‘আমি তাদের দোষ দিতে পারি না। এমন অনেক মানুষ আছে যারা একেবারেই আবেগপ্রবণ নন। তাদের কাছে আমাকে নকল বলে মনে হবে। তবে আমার মতো সংবেদনশীল লোকেরা আমার অনুভূতি বুঝতে পারবে। আজ আমরা খুব বেশি লোককে দেখি না যারা অন্যের ব্যথা অনুভব করতে পারে এবং যারা তাদের সাহায্য করতে চায়। আমার মধ্যে সেই গুণটি আছে এবং এটা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। ’
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত