অনলাইন ডেস্ক :
বাংলাদেশের শিল্পী সমিতির নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। নির্বাচন নিয়ে প্রায় এক মাস ছিলেন ব্যস্ততায়। সেই পরিশ্রম বৃথা যায়নি। চলচ্চিত্র অভিনেতা সুব্রতকে বিপুল ভোটে পরাজিত করে সহ সাধারণ সম্পাদক পদে দুই বছরের জন্য দায়িত্ব এখন সাইমনের। হয়েছে শপথ গ্রহণও। আপাতত নেই কোনো জটিলতা। তাই শুটিংয়ে ফিরেছেন সাইমন। সরকারি অনুদানে নির্মিত অপূর্ব রানার ‘জলরঙ’ সিনেমা দিয়ে শুটিং শুরু করলেন তিনি। এই মুহুর্তে ছবিটির দৃশ্যায়ন চলছে টেকনাফে। সেখানেই খালেদা আক্তার কল্পনাসহ একঝাঁক শিল্পী ও কলাকুশলীর সঙ্গে কাজে মেতেছেন ‘পোড়ামন’খ্যাত নায়ক। এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘‘জলরঙ’ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। আমি জেলের চরিত্রে অভিনয় করছি। যে কিনা মাছ ধরে সমুদ্রে। জীবন পরির্বতন করতে স্বপ্ন দেখে বিদেশ যাবে। এইরকম একটা গল্প নিয়ে সিনেমাটি। আবেগ আছে। জীবনের করুণ বাস্তবতা আছে। প্রেম, কান্নার অপূর্ব এক গল্প উঠে আসবে ছবিটিতে। পরিচালক অপূর্ব রানা ভাইকে ধন্যবাদ এ ছবিতে আমাকে সুযোগ করে দেয়ায়।’ তিনি আরও বলেন, ‘জেলেদের জীবন যে এই রকমের অনেক কঠিন এই সিনেমায় কাজ না করলে বুঝতে পারতাম না। আশা করছি ভালো একটা সিনেমা হতে যাচ্ছে। সবাই খুব সময় দিয়ে কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টা যেন সফল হয়। দর্শক যেন ছবিটি উপভোগ করেন।’ ‘জলরঙ’ সিনেমায় সাইমন ছাড়াও একঝাঁক তারকাশিল্পী অভিনয় করছেন। তাদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, আশিষ খন্দকার, বরদা মিঠু, জয়রাজ, কমল পাটেকার, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী, মৌ শিখাসহ অনেকে। প্রসঙ্গত, ২০২০-২১ অর্থ বছরে প্রযোজক দোলোয়ার হোসেন দিলু ‘জলরঙ’ সিনেমার জন্য অনুদান পেয়েছেন ৬০ লাখ টাকা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত