চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর হাসান (১৩) উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।
স্থানীয়দের বারতে জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাহবুবুর রহমান জানান, কিশোর মো. হাসান ট্রাক্টরের সহকারী হলেও সোমবার সকালে নিজেই ট্রাক্টর চালিয়ে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে ট্রাক্টরে মাটি ভর্তি করে গঙ্গাদাসপুর গ্রামের ভিভিএম ইটভাটায় নিচ্ছিলেন। পথে ট্রাক্টরটি গ্রামের মাঝ বরাবর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কিশোর হাসান নিহত হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়েছে।
এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার