অনলাইন ডেস্ক :
ওয়েলিংটনে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও স্বাগতিক নিউজিল্যান্ড। এই ট্রান্স-তাসমান লড়াইয়ে নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। স্বাগতিকদের ১৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মেগ ল্যানিংরা। ওয়েলিংটনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে অজি নারী দল। অলরাউন্ডার এলিসি পেরি ৮৬ বলে ৬৮ ও তাহিলা ম্যাকগ্রা ৫৬ বলে ৫৭ রান করেন। র্যাচেল হায়নেস ও বেথ মুনি দুজনই করেন ৩০ রান। শেষ দিকে ১৮ বলে অপরাজিত ৪৮ রানের ক্যামিও খেলেন অ্যাশলে গার্ডনার। কিউইদের পক্ষে লিয়া তাহুহু ৫৩ রানে ৩ উইকেট শিকার করেন। ২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩০ দশমিক ২ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে অ্যামি সাটার্দওয়েট সর্বোচ্চ ৪৪ রান করেন। তাহুহুর ব্যাট থেকে আসে ২৩ রান। অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাউন ২২ রানে তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন অ্যামান্ডা ওয়েলিংটন ও অ্যাশলে গার্ডনার। ম্যাচসেরা হয়েছেন পেরি। টানা ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ২টি করে জয়-পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল