ঠাকুরগাঁও সদর উপজেলার দাসপাড়ায় রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়ে ৪০ বছর বয়সী এক নারী ও তার ১১ বছর বয়সী মেয়েসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- ওই এলাকার মা দীপ্তি রাণী (৪০), তার মেয়ে পূজা (১১) ও উমাকান্তের ছেলে পলক (১২)।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, সকাল সোয়া ৯টার দিকে সাইদুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পর মিলটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও