অনলাইন ডেস্ক :
জিম্বাবুয়েতে ব্যর্থ সফরের পর হুট করেই বাংলাদশের কোচিং স্টাফে অদলবদল আনা হচ্ছে। ইতোমধ্যেই সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ শ্রীধরন শ্রীরামকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে বিসিবি। টি-টোয়েন্টি দলের কোচও সম্ভবত হতে যাচ্ছে জেমি সিডন্স। তাহলে প্রধান কোচ হিসেবে থাকা রাসেল ডমিঙ্গোর কাজটা কী হবে? তাকে কি ছাঁটাই করা হবে নাকি অন্য কোনো দায়িত্বে রাখা হবে? শুক্রবার গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ডমিঙ্গোর ভবিষ্যত নিয়ে তিনি বলেন, ‘এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটি জিনিস নয়। আমরা রাসেল ডমিঙ্গোকে রেখেই পরিবর্তন করব নাকি না রেখে করব, এসব কিছু আমরা ২২ তারিখ সিদ্ধান্ত নেব। আমাদের সবার সঙ্গে বসব। তাদের কথা শুনব। ‘ডমিঙ্গোকে একেবারে ছাঁটাই না করে বাকি দুই ফরম্যাটের কোচ হিসেবে রাখার ইচ্ছে বিসিবির। পাপন আরও বলেন, ‘আমাদের এখন পর্যন্ত চিন্তাধারা হচ্ছে, ডমিঙ্গোর ওয়ানডে ও টেস্টে মনোযোগী হতে হবে। আমরা সবকিছু একটু আলাদা করতে চাচ্ছি। যে পরিমাণ খেলা, ডমিঙ্গোর পক্ষে এত কিছুতে মনোযোগ দেওয়া সম্ভব নয়। তার সঙ্গে আমাদের যে চুক্তি, অনেক সিরিজে সে যেতেই পারবে না। তার ছুটির একটা নির্দিষ্ট সময় আছে তো। বুঝতে হবে। এটা এত সহজ নয়। ‘সম্প্রতি সাদা এবং লাল বলের জন্য আলাদা কোচ রেখেছে ইংল্যান্ড। বিসিবিও ভাবছে, ভিন্ন ফরম্যাটের জন্য কোচিং স্টাফ আলাদা করে দেওয়ার। পাপন বলেন, ‘মানসিকতার একটা ব্যাপার আছে। টেস্ট ও ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির কোনো মিল নেই। এসব নিয়ে চিন্তাভাবনা করে আলাদা করার কথা ভাবছি। যদি পারি আমরা কোচিং স্টাফও আলাদা করে দেব। আমরা এশিয়া কাপে দেখব, বিশ্বকাপে দেখব। এরপর একটা সিদ্ধান্ত নেব। তারপর শ্রীরামকে টি-টোয়েন্টিতে রেখে দেব নাকি অন্য কাউকে দেখব, এটা পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। ‘
আরও পড়ুন
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন