January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 13th, 2022, 8:23 pm

ডামুড্যা প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তাবায়নের প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সোমবার (১৩ জুন) সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান মন্ত্রীর গভর্নেন্স ইনোভেশন ইউনিট সহযোগিতায় ১০ টি উদ্ভাবনীয় কর্মশালার অনুষ্ঠিত হয় । নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক, শিক্ষা সহায়তা কর্মসূচি, আশ্রয়ন-২ প্রকল্প ১০টি কর্মশালার আয়োজন করেন । উপজেলা নির্বাহী কর্মকতা হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানের অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকতা শেখ আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা শেখ মোস্তফা, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা সৈয়াল, এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার্স ইনচার্জ শরিফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা এস এম গিয়াছ উদ্দিন, উপজেলা জেলা মহিলা বিষয়ক কর্মকতা ফাতেমা নাহিয়ান সহ বিভিন্ন কর্মকতা ও ইউনিয়নের চেয়াম্যান, সুশিল সমজ, সাংবাদিক, এনজিও উদ্ভাবনীয় কর্মশালায় আংশগ্রহণ করেন।