January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 22nd, 2023, 5:25 pm

ডামুড্যায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নাছিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ই অক্টোবর) দুপুরে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নাছিমা আক্তারের বাড়ি ভেদরগঞ্জ উপজেলায় সখিপুর গ্রামে। তিনি ডামুড্যা উপজেলার বিশাকুড়ির ৩নং ওয়ার্ডে মৃত সেলিম দেওয়ানের পুত্র আমান উল্লাহ’র  স্ত্রী ও এক সন্তানের মা।

হঠাৎ করে কাউকে কিছু না বলে বিকেল ঘরের আড়ার সঙ্গে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ পাওয়া যায়। ডামুড্যা থানার এসআই ফুয়াদ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।