January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 7th, 2023, 6:47 pm

ডিইউজে নিউ নেশন ইউনিট গঠিত

কাজী জাহিদ ইউনিট চিফ, মঈন উদ্দিন ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত

অনলাইন ডেস্ক :

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নিউ নেশন ইউনিট গঠিত হয়েছে। এতে সাংবাদিক কাজী জাহিদুল হাসান (জাহিদ) ইউনিট চিফ প্রধান এবং মঈন উদ্দিন আহমেদ ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দৈনিকটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ ইউনিট গঠিত হয়।

সাবেক ইউনিট প্রধান শেখ আরিফ বুলবনের সভাপতিত্বে সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদসহ ডিইউজে নিউ নেশন ইউনিটের সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ডিইউজে নেতৃবৃন্দ নিউ নেশনের ইউনিট গঠনকল্পে উপস্থিত সদস্যদের মধ্য থেকে ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট টিফের নাম আহবান করেন। উক্ত দুই পদে কোনো প্রার্থী না থাকায় উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে দুইজনকে নির্বাচিত করা হয়। পরে ডিইউজে নেতৃবৃন্দসহ ইউনিটের সদস্যরা নতুন দায়িত্বপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন।