অনলাইন ডেস্ক :
প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত শনিবার ফুলবাড়িয়ায় ডিপজলের বাড়িতে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ওয়েব সিরিজে ডিপজলের বিপরীতে অভিনয় করছেন শিরিন শিলা। এ ছাড়াও এতে দেখা যাবে নতুন মুখ তানভীর তাজ ও মানতাশা মিমকে। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। সেখানে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। এই ভাবনা থেকেই ডিপজল ওয়েব সিরিজ ‘জিম্মি’ নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারে এই চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, নামে ওয়েব সিরিজ হলেও ‘জিম্মি’ দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন। ‘জিম্মি’ অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ। এর গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব