অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অন্যদিকে বর্তমান সময়ের দর্শকপ্রিয় নির্মাতা অনন্য মামুন। কয়কে দিন আগেই এই নির্মাতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডিপজল। এবার সেই মন্তব্যের কড়া জবাব দিলেন অনন্য মামুন। এক সাক্ষাৎকারে অনন্য মামুনকে নিয়ে ডিপজল বলেন, মামুনের তো কিছুই নাই, ও এত টাকা কোথায় পেল? ও কীভাবে দরদের মতো এত বড় ছবি বানাচ্ছে? এসব প্রশ্নের পাল্টা জবাব দিয়ে মামুন বলেন, ডিপজল ভাই, আসলেই আমার তেমন কোনো অর্থ-বিত্ত নেই। কিন্তু আমার আছে মেধা আর বুদ্ধি। সেটি দিয়েই ১৯৯৫ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম জাতীয় পুরস্কার পাই।
এরপর ২০০২ পর্যন্ত ৭২টির মতো পুরস্কার রয়েছে। সেখান থেকেই আমার যাত্রা শুরু। নির্মাতা আরও বলেন, এখন সিনেমা বানাতে টাকা লাগে না, লাগে বুদ্ধি। আমার নতুন সিনেমার বাজেট ১০ কোটি রুপির ওপরে। সেই টাকার একটিও আমার নয়, বরং বাংলাদেশ, কলকাতা ও মুম্বাইয়ের চারটি প্রযোজনা প্রতিষ্ঠান দিচ্ছে। শুধু তাই নয়, এখন সিনেমায় প্রযোজনার বাইরেও নানা ধরনের ফাইন্যান্সারের বিষয়গুলো যুক্ত হয়েছে, যা ডিপজল ভাই আপনাদের সময় ছিল না। এ ছাড়াও কিছু ফাইন্যান্স কোম্পানি রয়েছে এবং আমরা নতুন সিনেমার হিন্দি ভার্সনের ওটিটি স্বত্ব ইতোমধ্যে বিক্রি করে দিয়েছি। এগুলো আপনার জানা নেই ডিপজল ভাই। এভাবেই ইন্টারন্যাশনাল ফিল্মগুলো তৈরি হচ্ছে।
ডিপজলের উদ্দেশে মামুন আরও বলেন, আপনার শেষ ৬-৭টি সিনেমার কথাই ধরুন। একটিও কোনো সিনেপ্লেক্স চালায় না। বিষয়টি কি আপনার আত্মসম্মানে একটুও লাগে না? যে, আমার সিনেমা কেনো সিনেপ্লেক্সে চলছে না, সিনেমার মান কেনো এত নিচে নেমে গেল, দর্শক কেনো দেখছে না! আপনার কোনো সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পায় না। আর একটা কথা বলি, ডিপজল ভাই আর অনন্ত জলিল-এমন দুজন মানুষ যাদের কাছে কেউ সাহায্য চেয়েছি, কিন্তু পায়নি এমন হয়নি।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব