January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 22nd, 2024, 2:00 pm

ডেমরায় গুদামের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস কর্মকর্তা

রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গুদামে বৃহস্পতিবার রাতে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট শুক্রবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বেলা ১১টা ৫০ মিনিটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন।

এর আগে সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) ও ইনসিডেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ভবন ও পাশের ভবনগুলোর মধ্যে এক ইঞ্চিও ফাঁক নেই। সরু সিঁড়ির কারণে ভবনে ঢুকতে অসুবিধার সম্মুখীন হন দমকলকর্মীরা। কাছাকাছি পর্যাপ্ত পানির সরবরাহ না থাকায় আগুন নিয়ন্ত্রণে ড্রেনের পানি ব্যবহার করতে হয়েছে।

এই কর্মকর্তা বলেন, ‘মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।’

—–ইউএনবি