January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 13th, 2023, 8:07 pm

ডোনাল্ডকে নিয়ে মাহমুদউল্লাহর আবেগঘন পোস্ট

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হতেই বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সম্পর্ক ছিন্ন হয়ে যায় বাংলাদেশের। চলতি মাসে বাংলাদেশের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী হলেও ডোনাল্ড নিজে আগ্রহ প্রকাশ করেননি। শেষ ম্যাচ খেলে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও ডোনাল্ড ফিরে গেছেন নিজ দেশে। তার বিদায়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ফেসবুকে ডোনাল্ডের সঙ্গে সেলফি দিয়ে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘একজন কিংবদন্তি এবং একজন ভদ্রলোক। এত সুন্দর একটা মানুষ। আপনার সঙ্গে কাজ করার সময়টা আনন্দদায়ক ছিল।’ আগে গুঞ্জন থাকলেও শ্রীলঙ্কা ম্যাচের পর থেকেই ডোনাল্ডের না থাকার বিষয়টি সামনে আসে।

বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড আউট’ করাটা মোটেও ভালোভাবে নেননি বাংলাদেশের পেস বোলিং এই কোচ। যার প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকব্লগ ডটনেটকে। সেখানে বলেছেন, ‘ক্রিকেটে এমন কিছু দেখতে চাই না।’ কিন্তু টিম ম্যানেজমেন্টের অংশ হয়েও দলের বিরুদ্ধে মত দেওয়ায় তার ওপর চটেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ঘটনায় তাকে কারণ দর্শাতেও বলে বিসিবি। খেলোয়াড়ি জীবনে বলের গতির জন্য বিখ্যাত ছিলেন ডোনাল্ড। খ্যাতি পেয়েছিলেন সাদা বিদ্যুৎ নামে।

বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে ওটিস গিবসনের বিদায়ের পর বিসিবি ডোনাল্ডকে তার স্থলাভিষিক্ত করে। তার অধীনে পেসারদের উন্নতি ছিল লক্ষণীয়। ২০২২ সালের মার্চে জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে যোগ দেওয়া এ কোচের সঙ্গে বিসিবির চুক্তি ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা। এতদিন তার চুক্তি নবায়ন নিয়ে নানা জল্পনা থাকলেও শেষমেশ সব কিছুর অবসান ঘটিয়ে নিজে থেকেই বিদায় বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই লিজেন্ড।