ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঢাকা ছিনতাইমুক্ত না হওয়া পর্যন্ত ছিনতাইবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার (৪ জুলাই) নগরীর পঙ্গু হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের আহত সাংবাদিককে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানীকে ছিনতাইকারীদের কবল থেকে মুক্ত করতে যত কাজই হোক না কেন পুলিশ যা যা করা দরকার তা করবে।
তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানীতে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং পুলিশ এখন ছিনতাইকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ফার্মগেটে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় জড়িত সব ছিনতাইকারীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ডিএমপি প্রধান।
এছাড়া সাংবাদিক রকিবুল হাসান ছিনতাই মামলার দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছুরি ও একটি মোটরবাইকও জব্দ করেছে পুলিশ।
মামলার আরেক আসামি পুলিশের নজরদারিতে থাকায় যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে বলে জানান ফারুক।
তিনি আরও বলেন, রকিবুল তার জবানবন্দিতে বলেন যে ছিনতাইকারীদের মধ্যে একজন পাঠাও রাইড শেয়ারিং সার্ভিসের চালক এবং আরেকজন ইলেকট্রিশিয়ান।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার