January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 4th, 2023, 7:58 pm

ঢাকা বিমানবন্দর থেকে ২৪০০ ইয়াবা জব্দ, আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ হাজার ৪০০ ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

শুক্রবার (৪ আগস্ট) সকালে বিমানবন্দরের ১নং টার্মিনালের সামনের পার্কিং এলাকা থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ইয়াবা জব্দ করা হয়।

আটক দ্রুব দাশ (২৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন ও ডিএনসির যৌথ আভিযানিক দল বিমানবন্দরের ১নং টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে অভিযুক্ত দ্রুব দাশকে ১নং টার্মিনালের সামনের পার্কিং এলাকার সামনে দেখতে পান আভিযানিক দল। এ সময় তাকে অপ্রস্তুত ও সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো ধরনের মাদক বহনের কথা তিনি অস্বীকার করলেও এয়ারপোর্ট এপিবিএন অফিসে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন তিনি। পরবর্তীতে তিনি নিজেই তার কাছে থাকা নীল রঙয়ের একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন।

মোহাম্মদ জিয়াউল হক বলেন, জব্দ ইয়াবার বাজার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

দ্রুব দাশের বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

—-ইউএনবি