ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
নিহত মো. আল-আমিন (২৫) মো. খলিল মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উফুলকি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আল-আমিন তার দুই বন্ধুর সঙ্গে একই মোটরসাইকেলে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর হাসারা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন।
পথচারী সুমি আহমেদ তাদেরকে দেখতে পান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
বাকি দুই বন্ধুর একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন এবং অন্যজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী
৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ