অনলাইন ডেস্ক :
ঢাকার ছবির ‘মেগাস্টার’খ্যাত উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিউটি। মৃত্যুকালে সময়ে তার বয়স ছিল ৫২ বছর। উজ্জ্বল নিজেই গণমাধ্যমে মৃত্যুর খবর জানিয়েছেন। দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। শারীরিক অবস্থার অবনিত হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। অভিনেতা উজ্জ্বল বলেন, ‘আমার স্ত্রী দীর্ঘদিন ধরেই কিডনিরোগে ভুগছিলেন। সেটার চিকিৎসাচলাকালীন ফুসুফুসেও ইনফেকশন ধরা পড়ে এবং প্রকট হয়ে ওঠে। যার ফলে তাকে জরুরিভাবে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। আপনারা সকলেই দোয়া করবেন।’ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাদ আছর গুলশান জামে মসজিদে মেরিনা আশরাফ বিউটির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাংলাদেশে যে ক’জন নায়ক ঢালিউড সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম নায়ক উজ্জ্বল। পরিচিত নাম উজ্জ্বল হলেও মূল নাম আশরাফ উদ্দিন আহমেদ।১৯৬৭-৬৯ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের নাটকে নায়কের ভূমিকায় অভিনয় করতেন ভালো লাগা থেকে। ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় উজ্জ্বলের।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত