January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 7th, 2023, 8:37 pm

ঢাকায় ১১২ মামলায় ১০ দিনে গ্রেপ্তার ১৬৩৬ জন : ডিএমপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ১০ দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ১১২টি মামলা হয়েছে।

এছাড়া ৬ নভেম্বর (সোমবার) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীসহ ১ হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ও হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার পর নথিভুক্ত মামলার পরিসংখ্যান যাচাই-বাছাই করে ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, ওইদিন আটটি মামলা এবং পরদিন ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ৩০ অক্টোবর ৮টি ও ৩১ অক্টোবর ১০টি এবং ১ নভেম্বর প্রতিদিন ১৪টি করে মামলা দায়ের করা হয়। অপরদিকে ৩, ৪ ও ৫ নভেম্বর যথাক্রমে ৭টি, ১টি ও ১৩টি এবং সর্বশেষ ৬ নভেম্বর দায়ের করা হয় আরও ১০টি মামলা।

ডিএমপি ২৮ অক্টোবর ৬৯৬ জন এবং ২৯ অক্টোবর ২৫৬ জনকে গ্রেপ্তার করে। এছাড়া ৩০ অক্টোবর ১৫৮ জন ও ৩১ অক্টোবর ১৪১ জন, ১ ও ২ নভেম্বর যথাক্রমে ৯৬ জন ও ৬০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন ও ৬ নভেম্বর ৮২ জনকে গ্রেপ্তার করা হয়।

—-ইউএনবি