গ্যাস সঞ্চালন লাইনের জরুরি মেরামতের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় মঙ্গলবার তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।
তিতাস গ্যাস জানান, ঢাকার মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলী, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন ও দিলু রোড এসব এলাকায় মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস আরও জানান, সব ধরনের গ্রাহকের জন্য এসব এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকার ভোক্তাদের গ্যাস সরবরাহে চাপ কম থাকতে পারে।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার