January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 20th, 2023, 7:53 pm

ঢাকার মিরপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতালের দ্বিতীয় দিনে সোমবার (২০ নভেম্বর) বিকালে ঢাকার মিরপুর-১০ নম্বরে রাষ্ট্রায়ত্ত বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুম কর্মকর্তা এরশাদ হোসেন জানান, দুপুর আড়াইটার দিকে দোতলা বাসে হামলার খবর পাওয়া গেছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়।

—-ইউএনবি