January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 1st, 2022, 8:56 pm

ঢাবির ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ১০২ পাউন্ডের একটি কেক কেটে উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
এরপর তিনি শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী ও রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী গবেষণা-প্রকাশনা মেলারও উদ্বোধন করা হয়। মেলায় অনুষদের জন্য ১০টি ও ইনস্টিটিউটের জন্য একটি প্যাভিলিয়ন রয়েছে।
বেলা সাড়ে ১১টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ড্রাস্টি-একাডেমিয়া ও সহযোগিতা’ শীর্ষক একটি আলোচনা সভারও উদ্বোধন করেন উপাচার্য।

–ইউএনবি