কৃষিকে ঘিরেই সন্তুষ্টি পাঁচ তরুণের। পড়াশোনার পাশাপাশি কৃষি নিয়েই মেতেছেন তারা। দিনের পর দিন যত্ন করে লালন করছেন প্রিয় ফসল। প্রত্যাশা সফল হওয়ার।
সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নের গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সোয়া একর অনাবাদি জমিতে পাঁচ জাতের উচ্চ ফলনশীল জাতের তরমুজ চাষ করেছেন এ পাঁচ তরুণ।
এ তরমুজ চাষের মূল উদ্যোক্তা গড়গাঁও গ্রামের আশরাফুর রহমান। এ কাজে তার সঙ্গে যুক্ত করেন স্থানীয় রামপুর গ্রামের আব্দুর রহমান, শেখকান্দি গ্রামের নজরুল ইসলাম, রায়সন্তোষপুর গ্রামের নাঈম আহমদ ও একই গ্রামের মোস্তাফিজুর রহমান সাকিবকে। তারা পাঁচজনই পড়াশোনার পাশাশাশি এ কাজ করছেন।
জানা যায়, তারা একই মাঠে পাঁচ রঙের তরমুজ চাষাবাদ করেছেন। এতে রয়েছে গোন্ডেন ত্রুাউন (গোল), বাইরে হলুদ ভেতর লাল; ডায়না (লম্বা) ইয়েলো হানি, বাইরে কালো ভেতর হলুদ; থাই সুইট ব্লাক ২, বাইরে কালো ভেতর লাল, বাংলালিং নামে পরিচিত বাইরে ডোরাকাটা ভেতর লাল, কালো, হলুদ এবং সবুজ ডোরাকাটাসহ পাঁচ রঙের তরমুজ।
গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বীজ রোপন করেন তারা। উন্নত জাতের এসব তরমুজের চাষাবাদে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকা। বাগানের তরমুজ বিক্রি করে প্রায় ছয় লাখ টাকা আয় হবে বলে আশা করছেন উদ্যোক্তা পাঁচ যুবক।
স্থানীয় কৃষি বিভাগের সার্বিক পরামর্শে আধুনিক পদ্ধতিতে এখানে তরমুজের চাষাবাদ করা হয়। চাষাবাদ করা তরমুজের ফলনও বেশ ভালো হবে এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের।
শনিবার সকালে সরেজমিন তরমুজ বাগান ঘুরে দেখা যায়, মাচায় থোকায় থোকায় ঝুলছে হলুদ কালো ডোরাকাটা রঙের তরমুজ ফল। লাউ, কুমড়োর মতো ঝুলছে ফলগুলো। এটি বিদেশি তরমুজের মাচা। পতিত জমিতে বাঁশের মাচার ওপর নেটের ছাউনি দিয়ে সোয়া একর অনাবাদি জমিতে একেকটি তরমুজের ওজন এখন দুই থেকে আড়াই কেজি। তিন-চার দিন পর তরমুজগুলো পরিপুষ্ট হবে বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
সবুজে ঘেরা এ তরমুজ বাগান দেখতে প্রতিদিন সকাল বিকাল বিভিন্ন এলাকা থেকে শত শত নারী, পুরুষ ও শিশু ভিড় করছেন।
আশরাফুর রহমান জানান, নিজ অর্থায়নে পরীক্ষামূলকভাবে তরমুজের বাগান তৈরিতে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আমরা লাভবান হওয়ার আশাবাদী।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খাঁন বলেন, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিনসমৃদ্ধ ফল তরমুজ। এলাকার স্থানীয় পাঁচ তরুণ উদ্যোক্তার তরমুজের বাগান দেখে অনেকে বেকার যু্বকরা আগ্রহী হয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত