January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 3rd, 2023, 9:11 pm

তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে টাইফুন হাইকুই

অনলাইন ডেস্ক :

তাইওয়ানে রোববার (৩ সেপ্টেম্বর) আঘাত হানছে টাইফুন হাইকুই। গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো তাইওয়ানে আঘাত হানছে টাইফুন। এ কারণে হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ করা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। টাইফুনের প্রভাবে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই ভারী বর্ষণ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, বিকেল পাঁচটা নাগাদ এটি টাইটাঙ অঞ্চলে আঘাত হানবে। পূর্ব তাইওয়ানের পার্বত্যময় এই এলাকাটি কম জনবসতির। সকাল নয়টা নাগাদ ঝড়টি তাইওয়ানের ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে। আবহাওয়ার ব্যুরোর ডেপুটি ডাইরেক্টর ফং চিন তজু বলেন, ‘টাইফুনটি তাইওয়ানের বেশির ভাগ এলাকায় ঝড়ো বাতাস, বৃষ্টি ও জলোচ্ছ্বাসের সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।’ গত শনিবার থেকেই এটি শক্তি সঞ্চয় করছে উল্লেখ করে এই আবহাওয়াবিদ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, রোববার (৩ সেপ্টেম্বর) তাইওয়ানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ২০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সাতটি শহর থেকে ২৮ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তাইওয়ানের যেসব এলাকায় হাইকুই তীব্রভাবে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে, সেসব এলাকায় সৈন্য পাঠানো হয়েছে। তাইওয়ানে ২০১৯ সালে সর্বশেষ বড়ো ধরনের টাইফুন ‘বাইলু’ আঘাত হানে। এতে একজন প্রাণ হারিয়েছিল।