January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 26th, 2023, 8:38 pm

তাসনিয়া ফারিণের নতুন চরিত্র টমবয়

অনলাইন ডেস্ক :

সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণকে এমনটা আগে দেখেনি, যেমনটা দেখা যাবে এই ঈদে। একেবারে মাস্তান গেটআপ, লুক ও অভিনয়ে হাজির হবে অভিনেত্রী। তার বিপরীতে একেবারে সহজ-সরল-ভীতু চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। দুজনকে নিয়ে সিএমভি’র ব্যানারে বিশেষ নাটক রচনা ও নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতা আনান। নাটকটির নাম ‘তোমার পিছু ছাড়বো না’। নির্মাতা জানান, কথায় আছে ‘প্রেম অন্ধ’। তারই বাস্তব চিত্র দেখা যাবে এই নাটকে। ‘তোমার পিছু ছাড়বো না’র গল্পের শুরুতে দেখা যাবে, রাস্তার পাশে একটা সহজ-সরল ছেলে বসে বসে কান্না করছে। ছেলেটার কান্না দেখে একটা টমবয় টাইপ মেয়ে এগিয়ে আসে।

যার হাতে সিগারেট, বয়কাট চুল, পরনে শার্ট-প্যান্ট। তো ছেলেটার কাছে এসে মেয়েটা জিজ্ঞেস করে- কী হয়েছে তার, কেন কাঁদছে? এরপর ছেলেটা কাঁদতে কাঁদতে বলে, আমার একটা ব্যাগ ছিনতাই হয়েছে পাশের গলি থেকে। এই কথা শুনে মেয়েটা ছুটে যায়, উদ্ধার করে ব্যাগ। না, সরল ছেলেটা ব্যাগটা ফেরত দেয়না টমবয় মেয়েটা। বরং এখান থেকে শুরু হয় নাটকটির মূল গল্প। ব্যাগের আশায় মেয়েটার পিছু ছাড়ে না ছেলেটা। এখানে ছেলেটা জোভান, মেয়েটা ফারিণ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘তোমার পিছু ছাড়বো না’।