January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 3rd, 2023, 8:58 pm

তাহলে কী ‘জাওয়ান’র কারণেই মুক্তি পাচ্ছেনা ‘অন্তর্জাল’?

অনলাইন ডেস্ক :

একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি পাচ্ছেনা। সিনেমাটির মুক্তির তারিখ ছিল আগামী ৮ সেপ্টেম্বর। কিন্তু আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের তুমুল আলোচিত সিনেমা ‘জাওয়ান’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। তবে জানা গেছে, সিনেমাটির নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।

এ বিষয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, আজকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই বিষয় নিয়েই কথা বলব আমরা। ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।