January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 5th, 2022, 8:54 pm

তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনের একটি বহরে বিস্ফোরক হামলায় বাংলাদেশের তিন শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব গভীরভাবে শোকাহত’।

ওই হামলায় আরও একজন শান্তিরক্ষীর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

বিবৃতিতে মহাসচিব নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ‘তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।’

মহাসচিব উল্লেখ করেন যে জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হতে পারে।

তিনি মধ্য আফ্রিকান কর্তৃপক্ষকে এই হামলার অপরাধীদের শিগগিরই শনাক্ত করার আহ্বান জানিয়েছেন, যাতে তাদের দ্রুত বিচারের আওতায় আনা যায়।

মধ্য আফ্রিকার জাতীয় কর্তৃপক্ষকে সমর্থনের জন্য প্রতিদিন যথেষ্ট ঝুঁকি নেয়া শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থাকে যাতে নেতিবাচকভাবে প্রভাবিত না করে, সেজন্য রাতের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে মধ্য আফ্রিকান কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন মহাসচিব।

গুতেরেস মধ্য আফ্রিকান রিপাবলিকের জনগণ ও সরকারের সঙ্গে জাতিসংঘের সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

—-ইউএনবি