অনলাইন ডেস্ক :
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। প্রথমে শনিবার সকালে গাজিয়ান্তেপের কাছে একটি সড়ক দুর্ঘটনাস্থলে একটি বাস ধাক্কা দেয়। এতে ১৬ জন নিহত এবং ২১ জন আহত হয়। দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনটিকে ঘিরে কাজ করছিলেন অগ্নীনির্বাপন কর্মী, উদ্ধারকর্মী ও সাংবাদিকরা। হঠাৎ করেই একটি বাস ওই ভিড়ের উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের দক্ষিণের নগরী গাজিয়ান্তেপের কাছে এ দুর্ঘটনায় দুইজন ফায়ার ফাইটার, দুইজন জরুরি উদ্ধারকর্মী এবং দুইজন সাংবাদিক রয়েছেন বলে টুইটারে নিশ্চিত করেছেন গাজিয়ান্তেপের গভর্নর দেভুত গুল।দুর্ঘটনার ব্যাপারে গভর্নর দেভুত গুল বলেন, সড়কে একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে সেখানে ছুটে যান ফায়ার ফাইটার এবং জরুরী উদ্ধারকর্মীরা। খবর সংগ্রহ করতে সাংবাদিকরাও ঘটনাস্থলে যান। হঠাৎ করেই দ্রুতগতির একটি বাস ওই ভিড়ের উপর উঠে পড়ে এবং পিছলে প্রায় ২০০ মিটার যাওয়ার পর উল্টে যায়। এর কয়েক ঘণ্টা পরে মারদিন থেকে ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে একটি ট্রাক মানুষের ভিড়ের ওপর উঠে গেলে আরও ১৬ জন নিহত হয়। এখানে নিহতরা জরুরি বিভাগের কর্মী বলে জানা গেছে। তবে উভয় ঘটনার মধ্যে কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা জানা যায়নি। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে তদন্তের ঘোষণা দেয়া হয়েছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস