January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 6th, 2022, 7:41 pm

তেল আবিবের কাছে ছুরিকাঘাতে ৩ ইসরাইলি নিহত

অনলাইন ডেস্ক :

ফিলিস্তিনি ‘হামলাকারীদের’ ছুরিকাঘাতে তেল আবিবের কাছে একটি শহরে কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে দু’জন ফিলিস্তিনি এই হামলা চালিয়েছে বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার ইসরাইলি পুলিশ বলেছে সন্দেহভাজন ফিলিস্তিনিরা ১৯-২০ বছর বয়সী হতে পারে এবং তারা জেনিন থেকে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বৃহস্পতিবার গভীর রাতে ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর বলেছেন, ‘আমরা সন্ত্রাসীদের এবং তাদের সহায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং তাদের মূল্য দিতে হবে।’

জেরুজালেমের সবচেয়ে স্পর্শকাতর পবিত্র স্থান আল-আকসায় সহিংসতার কারণে সম্প্রতি ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা বেড়েছে।

জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে এবং সন্দেহজনক যানবাহন বা লোকেদের সম্পর্কে রিপোর্ট করার জন্য লোকদের আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ।

প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ দেশটির পশ্চিম তীর বন্ধের নির্দেশ দিয়েছেন। রবিবার পর্যন্ত ফিলিস্তিনিদের ইসরায়েলে প্রবেশে বাধা দেয়া হয়েছে।

ওয়াশিংটনে, সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেন বলেছেন যে মার্কিন কর্মকর্তারা ইলাদে হামলার ‘ঘোর নিন্দা’ জানিয়েছেন।