January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 28th, 2022, 7:46 pm

তৌসিফ-তিশার বিয়ে নিয়ে বিস্ময়কর গল্প!

অনলাইন ডেস্ক :

আসিফ বিদেশ থেকে পড়াশুনা করে মাত্র দেশের মাটিতে পা রাখলো। বিমানবন্দর থেকে বাবার সঙ্গে বাসার গেটে আসতেই বাজতে শুরু করলো ব্যান্ড পার্টি! রীতিমতো ঘাবড়ে গেল আসিফ। তবে কি তার অজান্তেই বিয়ের পাত্রী আর আয়োজন সব ঠিক করে রেখেছে তার পরিবার! আজই কি বিয়ে? তাহলে পাত্রী কে? বিয়ে নিয়ে মজার ও বিস্ময়কর এমন গল্প লিখেছেন গীতিকবি স্নেহাশীষ ঘোষ। আর সেটি নিয়ে ঈদের নাটক ‘ওয়েডিং ডায়েরি’ নির্মাণ করলেন রাফাত মজুমদার রিংকু। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নির্মাতা রিংকু জানান, সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটির শুরুটা ব্যান্ড পার্টি দিয়ে হলেও গল্পের গভীরতা অনেক। কারণ, এই গল্পের নায়ক আসিফের পাত্রী হিসেবে যুক্ত হয় স্বাধীনচেতা দেশপ্রেমী প্রীতি। যে এখনই বিয়ের জন্য প্রস্তুত নন এবং করলেও দেশ ছাড়তে নারাজ। যদিও গল্পের শেষটাতে থাকছে অন্যরকম চমক আর ভেতরটাতে নানা পারিবারিক জটিলতা। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ওয়েডিং ডায়েরি’ উন্মুক্ত হবে আসছে কোরবানির ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।