ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় বাসচাপায় ৬ জন পোশাককর্মী নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
বু্ধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ত্রিশালের জেসমিন আক্তার (৩৫), সিরাজুল ইসলাম (৪০), সোহেল মিয়া (২৮) ও সদর উপজেলার লিটন মিয়া (৩০)। হতাহতরা সবাই পোশাককর্মী বলে প্রাথমিকভাবে জানা যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা পাঙচার হলে বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল ৮টার দিকে রাসেল স্পিনিংয়ের একটি বাস রাস্তার পাশে নিয়ে যাত্রী তুলছিল।
এ সময়ে পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে যাত্রীদের ওপর উঠে পড়লে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ১০ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। আহত ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।
দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
—–ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন