জেলা প্রতিনিধি, সিলেট :
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ শ্রেণী পেশার লোকজনকে নিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বসন্তকালীন সহৃদ আড্ডা ও পিঠা উৎসব। এ পিঠা উৎসবকে ঘিরে বসেছিলো সুধীজনদের মিলন মেলা। সহৃদ আড্ডায় সুধীজনরা অংশ নিয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন।
২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফির বাসভবনে এ ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন হাজী আলাউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ জুয়েল আহমদ, ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, পীর ফয়জুল হক ইকবাল, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মুহিদ হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেড এর এমডি বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দিন, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা,
বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ, শেখ ফরিদ আনসারী র কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আব্দুল আমিন, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট জালালপুর আউটলেট এর ইনচার্জ জহির উদ্দিন জালাল, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক কিবরিয়া আহমদ অপু,সংগঠক ডাঃ নিখিল মালাকার,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, সমাজকর্মী নোমান আহমদ, মোজাহিদ আহমদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বসন্তকালীন সংক্ষিপ্ত আলোচনা শেষে সকলের মধ্যে পিঠাও ক্ষীর পরিবেশন করা হয়।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত