অনলাইন ডেস্ক :
রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপূরাণ’ হলমুখী করছে দর্শককে। তাইতো মুক্তির দ্বিতীয় সপ্তাহেও ছবিটি থাকছে স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে। শুধু ঢাকায় নয় চট্টগ্রামেও দ্বিতীয় সপ্তাহে সুগন্ধায় দেখা যাবে ছবিটি। এছাড়া ঢাকার সৈনিক ক্লাবে শুক্রবার (১৫ অক্টোবর) নতুন করে মুক্তি পেয়েছে ‘পদ্মাপূরাণ’। পরিচালক বলেন, ‘মানুষ উৎসবের আমেজে ছবিটি দেখতে আসছে দলবলে এটা আমাদের জন্য আনন্দের। আমরা চেয়েছি মানুষকে ছবিটি দেখাতে। প্রথম সপ্তাহে ভালো সাড়া পেয়েছি। আশা করছি দ্বিতীয় সপ্তাহেও ছবিটি মানুষ দেখবে।’ রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। ছবিতে পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত