January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 18th, 2021, 6:53 pm

দর্শকদের অনুরোধে আবারো আসছে ব্যাচেলর পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। তৃতীয় সিজনের মাধ্যমে নাটকটি শেষ হয়ে গেলেও দর্শকদের অনুরোধে আবারো আসছে সিজন- ৪। নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমিসহ এর প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীরা রোববার ফেসবুকে ‘৪’ লিখে ‘ব্যাচেলর পয়েন্ট-৪’ আসবে, সেই ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট-৪’। কাজল আরেফিন অমি বলেন, ‘ঘটনা সত্য, আমরা ‘ব্যাচেলর পয়েন্ট-৪’নিয়ে আসছি। শিগগিরই শুটিং শুরু করবো।’ মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ একাধিক তারকা এই নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন। তাদের চরিত্রগুলোও পেয়েছে অনেক বেশি জনপ্রিয়তা। কাবিলার সাজা হয়েছে। তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। বিয়োগাত্মক এই পরিণতি মেনে নিতে পারছেন না নাটকটির দর্শক, এরইমধ্যে শেষ হয়েছে নাটকটির সিজন-৩। অনেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ ও ক্ষোভও প্রকাশ করেছেন। তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না জনপ্রিয় চরিত্র কাবিলার গ্রেপ্তার হওয়া। সেই প্রতিবাদ জানিয়ে আন্দোলনেরও ডাক দিয়েছিলেন অনেক দর্শক। তাদের দাবি ছিলো, কাবিলাকে অবশ্যই মুক্তি দিতে হবে। হয়তো দর্শকের সেই ইচ্ছে পূরণ করতে চলেছে পরিচালক।