অনলাইন ডেস্ক :
অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ড সফরে গিয়েও দর্শকদের কাছে হয়রানির শিকার হলেন ভারতের নবীন পেসার মোহাম্মদ সিরাজ। বুধবার লিডসে চলতি তৃতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় গ্যালারি থেকে সিরাজকে লক্ষ্য করে বল ছোঁড়া হয়। সিরাজও অবশ্য সেই দর্শকদের পাল্টা জবাব দিয়েছেন। এ ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি ভারতীয় দল। প্রথম দিনের ম্যাচ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ঋষভ পন্থ বলেন, ‘আমার মনে হয়েছে দর্শকদের মধ্যে থেকে কেউ সিরাজকে লক্ষ্য করে বল জাতীয় কিছু ছুড়ে মেরেছে। এটা দেখে কোহলি ভাইও বিরক্ত হয়েছেন। দর্শকরা মাঠের বাইরে থেকে যা ইচ্ছে বলতে পারেন। মাঠের মধ্যে কিছু ছুড়ে মারা অন্যায়।’ উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টের সময় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হতে হয়েছিল সিরাজকে। সেই সময় কোহলিদের প্রতিবাদের কারণে কিছু দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তবে এই সিরিজে শুধু সিরাজ নন, লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে লোকেশ রাহুলের দিকেও শ্যাম্পেনের কর্ক ছুড়ে মেরেছিল দর্শকরা।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল