January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 18th, 2023, 6:05 pm

দাগনভূঞায় নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী (দাগনভূঞা):

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ভর্তি বৃদ্ধিকরণ বিষয়ক আলোচনা সভা ও দাগনভূঞা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা শাখার আয়োজনে উপজেলার আতাতুর্ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখোন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হকের সঞ্চালণায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দার নূরি,ইন্সট্রাক্টর ইউআরসি শাহাদাত হোসেন চৌধুরী, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা লাইলী, ফেনী জেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খাঁন, সাধারণ সম্পাদক এমাম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকের হোসেন, উপজেলা মাধ্যমিকি শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দীন, সহ-সভাপতি তামেন্দা চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম কমল প্রমুখ।