January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 19th, 2023, 8:29 pm

দারুণ কীর্তি গড়ে শিরোপা মঞ্চে সিনার

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় সেটে দানিল মেদভেদেভ ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তোলেন, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি ইয়ানিক সিনারের বিপক্ষে। তৃতীয় সেট জিতে প্রথম ইটালিয়ান হিসেবে মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালসের শিরোপা মঞ্চে উঠলেন এই ইতালিয়ান। ইতালির তুরিনে সেমি-ফাইনালে শনিবার মেদভেদেভকে ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-১ গেমে হারান সিনার। এবার গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটি জেতা একমাত্র খেলোয়াড়ও ইতালির এই ২২ বছর বয়সী তরুণ। রোববারের শিরোপা লড়াইয়ে সিনার মুখোমুখি হবেন আরেক সেমি-ফাইনালে নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাসের মধ্যে জয়ীর বিপক্ষে। প্রথম ইটালিয়ান হিসেবে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠতে পেরে উচ্ছ্বসিত সিনার। “অবিশ্বাস্য এক অনুভূতি।

এদিন আসলেই কঠিন একটা ম্যাচ ছিল। আমার মনে হয়, মেদভেদেভ তুলনামূলকভাবে বেশি আগ্রাসী খেলছিল, বিশেষ করে প্রথম সেটে। যেভাবেই হোক, আমি ব্রেক পয়েন্ট পেলাম এবং এরপর থেকে আরও ভালো অনুভব করছিলাম।” শিরোপা জিততে পারলে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সিনার পাবেন ৪৮ লাখ ডলার পুরস্কার। মেদভেদেভের কাছে ছয় ম্যাচ হারের পর তার বিপক্ষেই টানা তিন ম্যাচ জিতলেন সিনার।