নিজস্ব প্রতিবেদক:
নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক দায়িত্ব নিয়েছেন। সঠিকভাবে দায়িত্ব পালন যেন করতে পারেন, এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ১২ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, আপনারা দোয়া করবেন, যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। একটি সূত্র জানায়, গত ১২ অক্টোবর তিনি দায়িত্ব নেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে কারা মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করে। আর কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে