দিনাজপুরের বীরগঞ্জের বেলুন গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কুমারপাড়ায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- বীরগঞ্জের ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়ার প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল (১৩) এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে সীমান্ত পাল (১৭)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, প্রতাব চন্দ্র পাল বেলুনে গ্যাস ভরার কাজ করে থাকে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়িতে গ্যাসের একটি সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে তার ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে মারাত্মক আহত হয়। বীরগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে উভয়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানেই দুইজন মারা যান।
বিষ্ফোরণের প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২