দিনাজপুর-ফুলবাড়ী সড়কের চুনিয়াপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এলুয়াড়ী ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার বাবুল হোসেন (৫৫) দিনাজপুর শহরের রামনগর এলাকার মৃত ডা. আসিম উদ্দিনের ছেলে এবং তার ভাগিনা একই অফিসের কম্পিউটার অপারেটর সোহান (৩৫) একই এলাকার মাসুমের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান মোহাম্মদ রুবেল জানান, বুধবার সকাল ৯ টার দিকে একই মোটরসাইকেলে চড়ে মামা-ভাগিনা ফুলবাড়ী উপজেলার কর্মস্থল এলুয়াড়ী ইউনিয়নে ভূমি অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা সদরের চুনিয়াপাড়া এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে ঘটনাস্হলে নিহত হয়েছেন তারা।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় লাশ উদ্ধারসহ বাসটি হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন