January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 6:59 pm

দিনাজপুরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের আমবাড়ির দৌলতপুর এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

নিহতরা হলেন-চিরিরবন্দরের ভবানীপুরের আফতাব উদ্দিন মোল্লার ছেলে ও অটোরিকশার চালক দেলোয়ার হোসেন (৩৫) এবং আমতলি এলাকার আফাজ উদ্দিনের ছেলে ইছাহাক (৬০)।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিন্টু জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচ আমবাড়ি দৌলতপুর এলাকায় পৌঁছে ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক দেলোয়ার হোসেন নিহত হন। এ সময় স্থানীয়রা তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল নেয়ার সময় পথেই ইছাহাকের মৃত্যু হয়।

এএসআই জানান, আহত অন্য দু’জনকে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।

—-ইউএনবি