দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা এবং মেয়ে নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাচটিকরি গ্রামের বিউটি বেগম (৩৫) এবং তার মেয়ে ফাহিমা আক্তার (১২)। এ ঘটনায় বিউটির স্বামী মোহাম্মদ হোসেন ও তার ছেলে নাসিরুল্লাহ আহত হয়েছেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আহত মোটরসাইকেল চালক মোহাম্মদ হোসেন এবং তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন