January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 8:09 pm

দুঃসাহসী চরিত্রে নাইরুজ সিফাত

অনলাইন ডেস্ক :

পর্দায় সাধারণত নবাগতা নায়িকারা গ্ল্যামার নিয়ে উপস্থিত হতে চান। ‘চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলাতে প্রস্তুত’ মুখে বললেও কাজে খুব কমই পাওয়া যায়। সেদিক থেকে ক্যারিয়ারে প্রথম সিনেমায় অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করে দুঃসাহসের পরিচয় দিলেন নাইরুজ সিফাত। গত ২২ আক্টোবর মুক্তি পায় সিফাত অভিনীত প্রথম সিনেমা ‘ঢাকা ড্রিম’। সিনেমাটি পরিচালনা করেছেন প্রসূণ রহমান। সিনেমায় তাকে অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে। মফস্বলের একজন নারীর সাদামাটা জীবন রুপালি পর্দায় তুলে ধরেছেন তিনি। এ প্রসঙ্গে সিফাত বলেন, ‘ঢাকা ড্রিম আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা।সব কিছু মিলিয়ে সিনেমাটিতে কাজ করে আমি সন্তুষ্ট।আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। যে কারণে চরিত্রটি ফুটিয়ে তুলতে পরিচালক প্রসূণ ভাই আমাকে সহযোগিতা করেছেন। ‘ঢাকা ড্রিম’ সিনেমাটি আমাদের স্বপ্নের কথা বলবে। সেই স্বপ্নগুলো বাস্তবতার চেয়েও শাক্তিশালী। সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী।সবার প্রতি অনুরোধ থাকবে- নিজেদের গল্পটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার।’ ‘সিনেমার নাম ‘ঢাকা ড্রিম’ হলেও ঢাকাসহ বাকি ৬৩ জেলার যে কোনও জেলার গল্প এই সিনেমায় বলা হয়েছে। যে কেউ এ গল্পের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন।’ বলেন সিফাত। টেলিভিশনে প্রচারিত ‘অপরাজিতা’ ধারাবাহিক নাটকে মন্দিরা চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে মূলত আলোচনায় আসেন নাইরুজ সিফাত।এরপর বেশ কিছু দর্শকপ্রিয় খ- নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। মডেল হয়েছেন গানচিত্রে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে শেখ জামালের স্ত্রী রোজী জামালের চরিত্রে অভিনয় করছেন তিনি। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা নির্মাণ করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ ছাড়াও অভিনয় করছেন সৌরভ কু-র পরিচালনায় ‘গিরগিটি’তে।