January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 21st, 2022, 7:37 pm

দুই আর্জেন্টাইনে সহজ জয় পেল ইন্টার

অনলাইন ডেস্ক :

ইতালিয়ান সিরি আ’তে গত শনিবার রাতে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও স্পেজিয়া। ঘরের মাঠে হেসেখেলেই জিতেছে ইন্টার। স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৩৫তম মিনিটেই লিড নেয় ইন্টার। রোমেলু লুকাকুর পাস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানোগু। ৮২তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় ইন্টার। এবার গোল করেন আর্জেন্টিানার আরেক তারকা জোয়াকুইন কোরেয়া। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। এই জয়ের ফলে লিগের শীর্ষে উঠে গেছে ইন্টার। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই এবং তিনে লাউৎসিও ও তোরিনো।